বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন আমাদের প্রত্যেককে বড়দের সম্মান করতে হবে তাহলে আমি নিজেও একদিন সম্মান পাবো। তিনি বলেন মাহে রমজান আমাদের কাছে শুধু ত্যাগের মহিমা নিয়ে আসেন। সাথে আমাদের সংযম করতে শিক্ষা দেয়। তিনি বলেন এ শিক্ষাকে আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়া শুনার পাশাপাশি নিজেদের সৎ মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দিয়ে বলেন সন্তানদের জন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে। জেলা প্রশাসক মঙ্গলবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলে তৃতীয় তলা ভবনের নির্মান কাজ উদ্ধোধন করার পর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য কাসেম জামাল,আবদুস সালাম, আহসানউল্লাহ,হাজি মনির হোসেন,দেলোয়ার হোসেন চুন্নু,মোয়াজ্জেম হোসেন সোহেল , হোসেন ব্যাপারী , জাতীয় ফুটবলার জাকির হোসেন , নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম , সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ। পরে প্রধান অতিথি পিএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন।