নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওর্য়াডে নাগরিক সেবা বৃদ্ধির অংশ হিসাবে প্রতি মাসের প্রথম সপ্তাহকে ”পরিছন্নতা সপ্তাহ” ঘোষনা করেছেন ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ মঙ্গলবার সকাল ৬.০০টায় মাসদাইর বাজারে আনুষ্ঠানিক ভাবে ”পরিছন্নতা সপ্তাহর” শুভ সূচনা করে বলেন এখন থেকে প্রতিদিনের রাস্তা ঝাড়–র পাশাপাশি প্রতি মাসের প্রথম সপ্তাহে বিশেষ ”পরিছন্নতা সপ্তাহ”পালিত হবে।কাউন্সিলর খোরশেদ জানান এলাকার আয়তনের বিবেচনায় ৭ দিনের মধ্যে ২ দিন মাসদাইর,গলাচিপা ও আল্লামা ইকবাল রোড ২ দিন,জামতলা ১ দিন এবং বৃহত্তর আমলাপাড়ায় ২ দিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।তিনি ওর্য়াডবাসীকে রাস্তা ও ড্রেন ব্যবহারে আরো সচেতন হওয়ার আহবান জানান।বিশেষ করে এলাকার দোকানদারদের উদ্দেশ্যে তিনি বলেন তারা যেন বিক্রিত পন্যের মোড়ক,পলিথিন রাস্তায় না ফেলেন।
”পরিছন্নতা সপ্তাহ” উপলক্ষে ১৩ নং ওর্য়াডের পরিচ্ছন্ন কর্মীদের জন্য কাউন্সিলর খোরশেদ নিজ উদ্যোগে ”নগর সেবক” লেখা সম্বলিত বিশেষ পোষাক প্রদান করেন।