বিজয় বার্তা ২৪ ডট কম
(আসমানীদের দেখতে—–রসুল পুরে যাও)
জসিমউদ্দীন নাইতো এখন
কসীমুদ্দী ভরা,
আসমানীদের দূ:খ কস্টে
মেজাজ তাদের চড়া।
ভেন্না পাতার ছানিটাতে
কবির ছিল চোখ,
এ শিশুটির কত কস্ট
বলেদেয় তার মুখ।
চোখ পরেনা কসীমুদ্দীর
শিশুর চোখে পানি,
একটু খানি বাতাস দিলেই
ডুবে মরবে জানি।
কসীমুদ্দী পায়না খুজে
শিশুর বুকের হাড়,
আসমানীর কস্টেই শুধু
তাদের বুকটা ভার।
দূ:খ যেন নাই শিশুটির
পরনে নাই বস্ত্র,
আসমানীরাই এখন কেবল
তাদের হাতে অস্ত্র।
ক’দিন গেল অনাহারে
এ শিশুটির ভাই,
মুখের ছবি বলে দিচ্ছে
তাহার অন্ত নাই।
আসমানীরতো ঘর ছিল ভাই
শিশুটির নাই তা ও,
বানে ভাসে বানে আসে
ঘরবাড়ী তার নাও।
শিশুর জন্য লিখতে ছড়া
কসীমুদ্দীর মাথায় খড়া,
শিশুর কান্না কান্দে আকাশ
আমার কান্না নাই,
আসুন আমরা মিলে মিশে
একটা শিশু বাচাই।।