অর্থনৈতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
‘ভ্যাট সংক্রান্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) প্রস্তাবটি বিবেচনাযোগ্য নয়। প্রচলিত পদ্ধতিতেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আদায় কার্যক্রম অব্যাহত রাখবে।’
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের পক্ষ থেকে সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
এনবিআর জানায়, গণমাধ্যমে ‘ভ্যাট আদায়ে যুক্ত হতে চায় র্যােব’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে এনবিআরকে সহযোগিতা করার জন্য র্যাহব আগ্রহ প্রকাশ করে একটি প্রস্তাব পাঠিয়েছে। একই সঙ্গে প্রচলিত ভ্রাম্যমান আদালত আইন সংশোধনের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।
ওই প্রস্তাবের বিপরীতে এনবিআর জানায়, এনবিআর র্যাআব থেকে প্রাপ্ত ভ্যাট সংক্রান্ত প্রস্তাবনাটি যথাযথভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও পর্যালোচনাপূর্বক প্রস্তাবটি গ্রহণযোগ্য এবং বিবেচনাযোগ্য নয় বলে সিদ্ধান্ত নিয়েছে।
প্রচলিত পদ্ধতিতেই ভ্যাট আদায় কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে কোন প্রকার সন্দেহ কিংবা সংশয়ের কোন অবকাশ নেই।
এনবিআর জানায়, জাতীয় রাজস্ব বোর্ড দেশের অভ্যন্তরীণ সম্পদের প্রায় ৮৫ ভাগ আহরণ করে থাকে। এ আহরণ প্রক্রিয়ায় এনবিআরের সংশ্লিষ্ট সব অংশীজনদের সুবিধার বিষয় সর্বোচ্চ বিবেচনায় রেখে নিরলসভাবে কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ।
বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড গৃহীত ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা’ নীতির আলোকে একটি জনবান্ধব, করদাতাবান্ধব এবং ব্যবসাবান্ধব রাজস্ব প্রশাসন তৈরী করার লক্ষ্যে এনবিআর এর সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা আর্ন্তরিকতা ও নিষ্ঠার সাথে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছেন।
এর আগে গত ২৪ জানুয়ারি র্যাাব ভ্যাট আদায়ে সহযোগিতার বিষয়ে লিখিতভাবে জানায়। এরপরই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সব ব্যবসায়ীদের মনে এক ধরনের আতঙ্ক দেখা দেয়।
এ বিষয়ে এক অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘র্যাবের মাধ্যমে ভ্যাট আদায়ের উদ্যোগ অযৌক্তিক। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত। এটা আমাদের মনঃপূত হয়নি। আমাদের হয়রানি করলে ব্যবসা করতে পারব না। আর ব্যবসা না করতে পারলে আমরা ভ্যাট দিব কোথা থেকে।’