বিজয় বার্তা ২৪ ডট কম
প্রচণ্ড তাপপ্রবাহ, প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় নারায়ণগঞ্জে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করেছেন স্থানীয়রা।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেছেন দাতা সড়কের বড় মসজিদের খতিব আবদুর রহমান।
তীব্র গরমো সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসুল্লিরা অংশ নেন।
নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসুল্লিরা।
স্থানীয় কাউন্সিলর ও নামাজে অংশ নেয়া মুসুল্লি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি। প্রচন্ড তাপ দাহের বৃষ্টির জন্য সৃষ্টি কর্তার কাছে এই প্রার্থনা৷ আশা করি আল্লাহ এর রহমতে বৃষ্টি নামবে।