বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
আলী আফজাল নিকোলাসের কাম ব্যাক করা গান ‘রাত দুপুরের গল্প’ এর মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নদিয়া নদী ও ইমরান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রিঙ্কন খান। কক্সবাজারেরর বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির কথা ও সুর দিয়েছেন আলী আফজাল নিজেই। আর মিউজিক করেছেন পঙ্কজ। গানটিতে ফুটে উঠেছে এক সংগীত শিল্পী প্রতি নদীর অসম্ভব ভালোবাসা। ইতি মধ্যেই ইউটিউবে ব্যাপক সারা পেয়েছে মিউজিক ভিডিওটি। এক সময়ের সারা জাগানো ব্যান্ড “কেইডেন্স” এর ভোকালিষ্ট ছিলেন আলী আফজাল নিকোলাস। ৯০ দশকের জনপ্রিয় লাইনআপ। অনেকেই হয়তো এখনো গুনগুন করে “মিশু” গানটা গেয়ে যান নিরবে, মনের অজান্তে। প্রায় ২০ বছর পর সংগীত জগতে আবার ফিরেছেন নিকোলাস। গানটি শুনতে কিক্ল করুনhttps://youtu.be/Qa6Py3aCnGs