বিজয় বার্তা ২৪ ডট কম
পেটে বাতাস ঢোকানোর কারণেই শিশু সাগর বর্মণের (১০) মৃত্যু হয়েছে। সোমবার সাগরের মরদেহের ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।
ময়নাতদন্তকালে সাগরের পাকস্থলি এবং হৃৎপিণ্ড থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বোরবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঁচপুরের জোবেদা সুতার মিলে কাজ করার সময় সহকর্মীরা সাগরের মলদ্বার দিয়ে বাতাস ঢোকায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান সাগরের লাশের ময়নাতদন্ত করেন। তিনি সাংবাদিকদের জানান, পেটের ভেতরে বাতাস গিয়ে সাগরের ফুসফুস, নাড়ি, মুখ, দু’চোখ ফুলে যায়। বাতাসের কারণে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। সে শ্বাস নিতে পারছিল না। একসময় হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়।
সাগরের বাবা রতন বর্মণ অভিযোগ করেছেন, তার ছেলেক হত্যা করা হয়েছে। এর সঙ্গে মিলের লোকজন জড়িত।
এদিকে রোববার রাতে রতন বর্মণ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আট জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় নাজমুল হুদা নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।