বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল হাই বলেছেন,জঙ্গীবাদ এখন আর মাদ্রাসার ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই,এটি কলেজ ইউনিভর্সিটি পর্যন্ত ছড়িয়ে গেছে। বর্তমানে বিত্তবানদের ছেলেরাও এই জঙ্গীবাদমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এসব বিষয়গুলো অভিভাবকদের খেয়াল রাখা উচিত। মা-বাবার দায়িত্বহীণতার কারণেই সন্তানরা বিপথগামী হয়। রোববার সকাল ১১টায় বাংলাদেশ রোইং ফেডারেশন কর্তৃক ‘‘তৃনমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে’’বন্দরের মদনগঞ্জস্থ ফেরীঘাট সংলগ্নবর্তী নদীর তীরে আয়োজিত ১০দিন ব্যাপী রোইং ও নৌকা বাইচ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল হাই আরো বলেন,একমাত্র ক্রীড়া আর চর্চাই পারে জঙ্গী তৎপরতা হৃাস করতে। কাজেই আমাদেরকে জঙ্গী তৎপরতা রোধে বেশি বেশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতে হবে। তবে আমার বিশ্বাস জঙ্গী গোষ্ঠী যতই শক্তিশালী হোকনা কেনো বাংলার মাটিতে তাদেরকে পরাজয় বরণ করতে হবেই। একাত্তুরে যেমন পাকিস্তানী শত্রুগোষ্ঠীতে পরাভূত করেছি আশা রাখি জঙ্গীদেরকেও পরাজিত এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবেন মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জঙ্গীদের নিধনে পুলিশ বাহিনীর যথেষ্ট অগ্রগতি হয়েছে। জঙ্গীদের মাষ্টার মাইন্ডেডদের ধরার তৎপরতা চলছে। প্রবীণ এ আওয়ামীলীগ নেতা আবদুল হাই আরো উল্লেখ করেন,পৃথিবীর কোন ধর্মেই মানুষ হত্যার নিয়মানুবর্তিতা নেই। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন এদেশকে সুইজারল্যান্ডের মতো না হোক অন্ততঃ মালয়েশিরার মতো পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। বিশ্বে এখন আমাদের বাংলাদেশের অনেক পরিচিতি। এদেশের খেলোয়ারদের নিয়ে স্বপ্নও দেখে। বিশেষ করে সাকিব আল হাসান,মুশফিক আরো অনেক খেলোয়ারকে নিয়ে বিশ্বের অনেত দেশের মানুষ এখন স্বপ্ন দেখে। অথচ জঙ্গীবাদের মতো ভয়নাক ঘটনা এখনো মানুষকে পীড়া দেয়। কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি হাজী এড.মোল্লা মোঃ আবু কাওছার। বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মোঃ খোরশেদ আলম,সহ-সভাপতি মোঃ মনিরুল আলম,বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন ও ৭১চেতনা মঞ্চ’র নারায়ণগঞ্জ জেলা শাখা’র সভাপতি এম এ রাসেল। সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আমানউল্লাহ আমান,ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল আলী ভূইয়া,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান,সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,যুগ্ম সম্পাদক মোঃ আক্তারুজ্জামান,২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী মোঃ জহিরুল ইসলাম মুন্সি,সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ আলমগীর হোসেন(এমএসসি),এম এ কাইয়ুম,মোঃ আলতাফ হোসেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০ ও ২১নং সংরক্ষিত ওয়ার্ডের সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার রনকা,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রবি,ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সবুজ প্রমুখ।