বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশের কাজে বাঁধা ও ভাংচুর মামলায় বিএনপির নেতৃবৃন্দ আদালতে হাজিরা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে এ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে তারা হাজিরা দেন।
শুনানিতে আইনজীবিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, অ্যাডভোকেট মাঈনুদ্দীন আহমেদ, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এই মামলায় নেতৃবৃন্দদের মধ্যে ধার্য তারিখের হাজিরা দেন জেলা জামায়াতের আমির মোমিনুল হক, জেলা বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু. বিল্লাল হোসেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মহানগর মৎসজীবি দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন রতন, সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক দিদার খন্দকার, সেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, যুবদল নেতা মোঃ সেলিম, বাদল প্রধান, শ্রমিক দল নেতা জয়নাল মল্লিক, মহানগর ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।