বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পুলিশের চোখ ফাঁকি দেয়া সন্ত্রাসী বল্টু আমজাদ এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। শুক্রবার দুপুরে থানার দেউলি চৌরাপাড়া এলাকায় থানার চৌকশ উপ-পরিদর্শক মোখলেছুর রহমানের ধাওয়ায় দ্রুত চম্পট দিলেও তাকে গ্রেফতারে পুলিশ সদা তৎপর রয়েছে। এদিকে পুলিশের অনুপুস্থিতির সুযোগে শনিবার সকালে সন্ত্রাসী বল্টু আমজাদ এবং তার দু’পুত্র হৃদয় ও আপন খন্দকার ওই এলাকার নিরীহ বাসিন্দা বাচ্চু মেম্বারের বাড়িতে গিয়ে মামলা তুলে নেয়ার হুমকি-ধামকি দিচ্ছে। অপরদিকে সন্ত্রাসী আমজাদ দারোগা মোখলেছুর রহমান ও কনষ্টেবল সুফিয়ানকে মেরে পালানোর ঘটনার সংবাদ শনিবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ওই সংবাদের প্রতি ভিন্নমত পোষণ করেছেন দারোগা মোখলেছুর রহমান। তিনি জানান,বল্টু আমজাদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। শুক্রবার তাকে ধরার জন্য চৌরাপাড়া এলাকায় যাওয়া হয়। সেখানে জুম্মার নামাজ আদায় শেষে আমজাদের গতিবিধি লক্ষ্য করা হয়। বিষয়টি টের পেয়ে বল্টু আমজাদ দৌড় দিলে দারোগা মোখলেছ ও কনষ্টেবল সুফিয়ান তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সুফিয়ান কাঁদায় পিছলে পড়ে গিয়ে সামান্য আহত হয়। বল্টু আমজাদ কাউকে মারার তথ্যটি সঠিক নয়।