বিজয় বার্তা ২৪ ডট কম
হকারদের পুর্নবাসন করা ও তাঁর আগ পর্যন্ত বিকেল ৫ টার পর ফুটপাতে বসে দোকান করতে দেয়ার দাবিতে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছে হকাররা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বক্তব্য রাখেন হকার্স লীগের মহানগর কমিটির সভাপতি রহিম মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ পলাশ প্রমুখ।
সমাবেশে হকার নেতারা বলেন, হকার উচ্ছেদের ১৮ দিন গত হলো। আমাদের হকার ভাইয়েরা ফুটপাতে বসে দোকানদারি করতে পারছে না। রুটি-রুজি বন্ধ থাকার ফলে পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিনাতিপাত করছে। আমাদের দেশে কর্মসংস্থানের বিশাল সংকট। কোথাও কোন কাজকর্ম না পেয়ে আমরা জীবন বাঁচানোর তাগিদে হকারির পথ বেছে নিয়েছি। ফুটপাতে বসে হকারি করে আমরা জীবীকা নির্বাহ করছি। হঠাৎ করে আমাদের উচ্ছেদ করে দেয়া হলো। এখন আমরা কোথায় যাবো? নারায়ণগঞ্জ শহরের ৫ হাজার হকার আমরা কি করবো? স্ত্রী সন্তান নিয়ে কিভাবে বাঁচবো? হকারদের দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে পুর্নবাসন ব্যবস্থা করতে হবে। ফুটপাতে জনসাধারনের চলাচলের যাতে বিঘ্ন না ঘটে সেই দিক বিবেচনায় রেখে বিকেল ৫ টার পর ও সরকারি ছুটির দিনে ফুটপাতের এক পাশে বসে দোকানদারি করতে দেয়ার অনুরোধ জানান হকার নেতারা।
নেতারা আরও বলেন, হকারদের সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসক, সিটি মেয়র ও নারায়ণগঞ্জ (৫) আসনের মাননীয় সংসদ সদস্য একে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ (৪) আসনের মাননীয় সংসদ সদস্য একে এম শামীম ওসমান সাহেব কে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। সম্মানীত ব্যক্তিদয় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন কিন্তু হকার উচ্ছেদের ১৮ দিন গত হওয়ার পরও কোন অগ্রতি না দেখে হকারদের আন্দোলন অব্যাহত রাখতে হয়েছে। আজকের সমাবেশে ও বিক্ষোভ মিছিলের পর নারায়ণগঞ্জ (৫) এর মাননীয় সংসদ সদস্য একে এম সেলিম ওসমান সাহেব হকার নেতাদের কে আলোচনার আহ্বান জানান। আমরা হকারদের পক্ষ থেকে উনার আহ্বানকে স্বাগত জানিয়ে বেলা আড়াইটার সময় রাইফেল ক্লাবে সংসদ সদস্য সেলিম ওসমান এর সাথে আলোচনায় বসেছি। এসময় মাননীয় সংসদ সদস্য একে এম সেলিম ওসমান সাহেব হকার নেতাদের বলেছেন আন্দোলন করে কিছু হবে না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। তিনি বলেন সিটি মেয়র ও জেলা প্রশাসকসহ দায়িত্ববানদের সাথে কথা বলে পুর্নবাসন ব্যবস্থা করা হবে। সব হকারদের ভোটার আইডি কার্ডসহ তালিকা জমা দেয়ার কথা বলেছেন তিনি। যার প্রেক্ষিতে আমরা হকার নেতৃবর্গ বলেছি পুর্নবাস করার আগ পর্যন্ত হকারদের ফুটপাতে বসতে দিন। জনসাধারনের চলাচলের যাতে বিঘ্ন না ঘটে সেই দিক বিবেচনায় রেখে বিকেল ৫ টার পর ও সরকারি ছুটির দিনে ফুটপাতের এক পাশে বসে দোকানদারি করতে দেয়ার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ।