বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শহরের পুরাতন জিমখানা এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা ও ঘরবাড়ি। চরম র্দুভোগে পরেছে নারী শিশু সহ এলাকাবাসী ।
নারায়ণগঞ্জ শহরের পুরাতন জিমখানা এলাকায় বৃষ্টির পানি জমে হাটু পানি ও কমর পানি হয়ে তলিয়ে গেছে ঘর বাড়ি ও এলাকার সকল রাস্তা মানবেতর জীবন যাপন করছে এলাকাবাসী । এলাকার একপাশে সিটি কপোর্রেশন নির্মিত লেক ও আরেক পাশে ডি আই টি মসজিদ থাকায় পানি কোথায় নামতে পারছেনা এতে চরম র্দুভোগে পরেছে নারী শিশু সহ এলাকাবাসী । এলাকাবাসীর অভিযোগ সিটি কপোরেশন নির্মিত লেক তৈরি করার জন্য এলাকার দুপাশে বাধ তৈরি করে দিয়েছে এতে করে পানি কোথাও যাওয়ার রাস্তা নেই তাই বৃষ্টির পানিতে জমে তলিয়ে গেছে ঘর বাড়ি ও এলাকার সকল রাস্তা । আমরা অনেক কষ্টে আছি রান্না করতে পারছিনা শিশুরা স্কুলে যেতে পারছেনা আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে । পাশে বহুতলসহ বাসাবাড়ির থাকায় সকল পানি নেমে এলাকা তলিয়ে গেছে লোকজন চলাচল করতে পারছেনা এমনটিই জানালেন এলাকাবাসী। আমরা সহযোগিতার আশায় আছি । পুরাতন জিমখানা এলাকায় নুরুল ইসলাম মিয়া জানায়, আমরা চরম দুর্ভোগে জীবন যাপন করছি সিটি কর্পোরেশন আমাদের এ অবস্থার কথা জানার পরেও কোন ব্যবস্থা নেয় না । আমরা মানবেতর জীবন যাপন করছি সকলের সহযোগিতা কামনা করছি ।