বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুদুর রহমান মাসুম রোববার সকালে পিরোজপুর ইউনিয়নের দায়িত্ব বুঝে নিয়েছেন। এ উপলক্ষে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, বৈদ্যেরবাজারের আব্দুর রউফ, জামপুরের চেয়ারম্যান শিপলু, সনমান্দির জাহিদ হাসান জিন্নাহ ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর, পিরোজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ন আহবায়ক ড. আতিকউল্লাহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা সাধারণ সদস্যদের ফুলের তোড়া দিযে সংবর্ধনা জানান।