বিজয় বার্তা ২৪ ডট কম
অদ্ভত অন্ধকারাচ্ছন্ন তিমিররাত্রি, ভয়ানক মেঘঢাকা অাকাশ পেরিয়ে
নতুন সূর্যোদয়ের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্য
একযুগল এসেছিলো সাথে নিয়ে অনাগত অালোর জোয়ার।
সবকিছু তো ঠিকঠাক মতো এগুচ্ছিল, হাজার বছরের গোলামির কারাগার থেকে বাংলা এবং বাঙালিকে রক্তমূল্যে
নয়মাসে এনে দিয়েছিলেন মুক্তি!
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জণ মহান স্বাধীনতা।
শুরু করেন স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবায়নের কাজ।
একটি ১৫ অাগষ্টের মধ্যদিয়ে থামিয়ে দেয়া হয় হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন যাত্রা! অতঃপর, দীর্ঘ সময় স্বপ্নের সেই পথেই বীরদর্পে রাজ করে পিতার স্বপ্নের অবিশ্বাসী, বিশ্বাম ঘাতক খুনি, মানবতাবিরোধী অালবদর, অালসামস। ওরাই বাংলা অার বাঙালির জানমাল অার ইজ্জতের লুটেরা।
সেদিনের পিতা মাতার সাথে থাকা অালোর জোয়ার সেইততো বঙ্গকন্যা শেখ হাসিনা।
সাড়ে চার দশক পড়েও হালছাড়েননি, তিনি পিতার স্বপ্নকে অালোরমুখের কাছাকাছা নিয়ে এসেছেন। ঠিক, যেই সময়ে গোটা জাতি সেই অালোর জোয়ারে ভাসতে শুরু করবে।
তণমখনি উন্নয়নের পথরোধ করতে দেশবিরোধী জঙ্গিদের লেলিয়ে দিয়ছে।
কিন্তু এবার অার সুবিদে করতে পারেনি তেমন।
পিতা তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমার স্বপ্ন জয়ে অামরা জেগ অাছি, তোমরা অাদর্শের সৈনিক।