বিজয় বার্তা২৪ ডটকমঃ
মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড় ধসে রেল লাইনের ওপর মাটির স্তূপ জমেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ভানুগাছ স্টেশনে কালনী এক্সপ্রেস এবং শ্রীমঙ্গল স্টেশনে জালালাবাদ এক্সপ্রেস আটকা পড়েছে। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল স্টেশন ম্যানেজার জানিয়েছেন, মাটির স্তূপ সরাতে আরো এক ঘণ্টার মতো সময় লাগবে।