বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ৩ বছরের মধ্যে ঢাকার চিত্র পাল্টে যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘নগর’ নামের ডিজিটাল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব সমস্যা সমাধানে প্রতিটি পর্যায়ে কাজ চলছে। ফলে ৫ বছর নয়, আগামী ৩ বছরের মধ্যেই রাজধানীর উত্তরের নগরবাসী পরিবর্তন দেখতে পাবেন।
মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসনসহ সিটি করপোরেশনের আওতাধীন কাজগুলোর ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ চলছে। হলি আর্টিজানের ঘটনার পর গুলশান, বনানী ও বারিধারাসহ গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় স্থানীয়দের নিয়ে বেশকিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
প্রতিটি জায়গায় হাত দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার অনেকটা পরিবর্তন দেখতে পাবেন। জলাবদ্ধতা অনেকটা সেরে গেছে। ভবিষ্যতে আরো কমবে।’
সবাই মিলে ঢাকাকে যানজটমুক্ত একটি স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে বলে জানান আনিসুল হক।
বৃক্ষরোপণ বিষয়ে তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে পুরো ঢাকা শহরে ৫ লাখ গাছ লাগানো হবে। ইতোমধ্যে উত্তরায় ৭ হাজার গাছ লাগানো হয়েছে। আগস্ট মাসে উত্তরায় আরো ২৯ হাজার গাছ লাগানো হবে বলে জানান তিনি।
গুলশান নিরাপত্তা নিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান মেয়র। তিনি বলেন, গুলশানে ৫০০ রিকশাচালক আলাদা রঙের পোশাকে থাকবে। নির্দিষ্ট গাড়ি দেওয়া হবে যা প্রতি ১০ মিনিট পরপর যাত্রীদের সেবা দিবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টিজ চেয়ারম্যান জামিল আজহার।
আগামী ৩ বছরের মধ্যে ঢাকার চিত্র পাল্টে যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘নগর’ নামের ডিজিটাল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব সমস্যা সমাধানে প্রতিটি পর্যায়ে কাজ চলছে। ফলে ৫ বছর নয়, আগামী ৩ বছরের মধ্যেই রাজধানীর উত্তরের নগরবাসী পরিবর্তন দেখতে পাবেন।
মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসনসহ সিটি করপোরেশনের আওতাধীন কাজগুলোর ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ চলছে। হলি আর্টিজানের ঘটনার পর গুলশান, বনানী ও বারিধারাসহ গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় স্থানীয়দের নিয়ে বেশকিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
প্রতিটি জায়গায় হাত দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার অনেকটা পরিবর্তন দেখতে পাবেন। জলাবদ্ধতা অনেকটা সেরে গেছে। ভবিষ্যতে আরো কমবে।’
সবাই মিলে ঢাকাকে যানজটমুক্ত একটি স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে বলে জানান আনিসুল হক।
বৃক্ষরোপণ বিষয়ে তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে পুরো ঢাকা শহরে ৫ লাখ গাছ লাগানো হবে। ইতোমধ্যে উত্তরায় ৭ হাজার গাছ লাগানো হয়েছে। আগস্ট মাসে উত্তরায় আরো ২৯ হাজার গাছ লাগানো হবে বলে জানান তিনি।
গুলশান নিরাপত্তা নিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান মেয়র। তিনি বলেন, গুলশানে ৫০০ রিকশাচালক আলাদা রঙের পোশাকে থাকবে। নির্দিষ্ট গাড়ি দেওয়া হবে যা প্রতি ১০ মিনিট পরপর যাত্রীদের সেবা দিবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টিজ চেয়ারম্যান জামিল আজহার।