বিজয় বার্তা ২৪ ডট কম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে পাবলিক সার্ভেন্টদের পেশাগত দক্ষতা বিশ্বমানের হতে হবে। পেশাগত দক্ষতার পাশাপাশি প্রযুক্তিজ্ঞান, নিষ্ঠা, নৈতিকতা ও দেশপ্রেম খুবই জরুরি বলে আমি মনে করি।’
জনপ্রশাসন পদক-২০১৬ প্রদান উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতান্ত্রিক সরকার গৃহীত নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসন অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন পদক প্রদান করছে জেনে আমি আনন্দিত। এই উদ্যোগ জনপ্রশাসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি পদক বিজয়ীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সকল কর্মকর্তা-কর্মচারীর পেশাগত সাফল্য কামনা করি।’
জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।