নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় পাগলা কোস্ট গার্ড স্টেশন অভিযান চালিয়ে ১৫’শ কেজি অবৈধ পলিথিন আটক করেছেন।
পাগলা কোস্ট গার্ড স্টেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘‘ পরিবেশ সুরক্ষা অভিযান’’-এ অংশ বিশেষ গত ২৭ এপ্রিল ২০১৬ দুপুর ১৪.৩০ ঘটিকায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার মনিরুল আহসান এর সার্বিক দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার সিনিয়র চীফ পেটি অফিসার(মেডিকেল) এম খলিলুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে সদরঘাটের পন্টুন হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১,৫০০ (এক হাজার পাঁচশত) কেজি অবৈধ পলিথিন আটক করা হয়। আটককৃত পলিথিনের আনুমানিক মূল্য টাকা ২,২৫,০০০/০০ (টাকা দুই লক্ষ পঁচিশ হাজার মাত্র)। অদ্য বেলা ১২০০ ঘটিকায় আটককৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তানজীনা আক্তারের উপস্থিতিতে বিনষ্ট করা হয় ।
কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।