নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক একটি ট্রাক এবং এর ড্রাইভার ও হেলপারসহ ৪০ ড্রাম (২০,০০,০০০) অবৈধ রেণু পোনা আটক করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পদ্ধা নদীর মাওয়া ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পাগলা কোস্ট গার্ড স্টেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘‘মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযান’’-এ অংশ বিশেষ অদ্য ২৫ এপ্রিল ২০১৬ সকাল ১০.১৫ ঘটিকায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার মনিরুল আহসান এর সার্বিক দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার সিনিয়র চীফ পেটি অফিসার(মেডিকেল) এম খলিলুর রহমান এবং পদ্ধা সেতু কম্পোজিট স্টেশন এর পেটি অফিসার আবু হানিফের নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্ধা নদীর মাওয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ট্রাক (যশোর ঢ-১১-২৬৪৬) এবং এর ড্রাইভার ও হেলপারসহ ৪০ ড্রাম (আনুমানিক ২০,০০,০০০ টি) অবৈধ রেণু পোনা আটক করা হয়। যা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মু›িসগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ অলিউর রহামান এর নিকট হস্তান্তর করা হয়। আটককৃত রেণু পোনার আনুমানিক মূল্য টাকা ১,০০,০০,০০০/০০ (টাকা এক কোটি মাত্র)। অদ্য বেলা ১২৩০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা, মৎস্য অধিদপ্তর, মু›িসগঞ্জ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত সংশ্লিষ্টতায় এবং স্থানীয় জনগনের উপস্থিতিতে পদ¥া নদীর লৌহজং থানাধীন তেউটিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে অবমুক্ত করা হয়। কোস্ট গার্ড স্টেশন
পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।