নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের অভিযানে ২,০০০ কেজি অবৈধ পলিথিন আটক করা হয়েছে।
রবিবার রাতে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় পাগলা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ’র নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় এই পলিথিন আটক করেন।
পাগলা কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘ পরিবেশ সুরক্ষা অভিযান’’-এ অংশ বিশেষ গত ২৪ এপ্রিল ২০১৬ রাত ২২০০ ঘটিকায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার মনিরুল আহসান এর সার্বিক দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার এম আমিনুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘‘এমভি যুবরাজ-২, মর্নিসানং-৯ ও নিউ মিশু” যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২,০০০ (দুই হাজার) কেজি অবৈধ পলিথিন আটক করা হয়। আটককৃত পলিথিনের আনুমানিক মূল্য টাকা ৩,০০,০০০/০০ (টাকা তিন লক্ষ মাত্র)। অদ্য বেলা ১১০০ ঘটিকায় আটককৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তানজীনা আক্তারের উপস্থিতিতে বিনষ্ট করা হয় ।
কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।