বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলাস্থ কোষ্ট গার্ড ষ্টেশান পাগলা কর্তৃক ২০০ কেজি অবৈধ জাটকা আটক করেছে। গতকাল শুক্রবার ভোর রাতে ষ্টেশন কমান্ডার লেফটেনম্যান্ট সায়ীদ এম কাসেদ বিএন এর তত্ত্বাবধানে টীম লিডার এম আর জামান পেটি অফিসার এর নেতৃত্বে একটি অপারেশন দল ধলেশ¡রী ও শীতলক্ষ্যা নদীর মোহনা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এম ভি ফারহান-৪. এম ভি শরিয়তপুর-৩ ও এম ভি জামাল-৯ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২০০ কেজি অবৈধ জাটকা আটক করে। এসময় কোষ্ট গার্ড ষ্টেশন পাগলা কাউকে আটক করতে পারেনি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা এর নিকট হস্তান্তর করা হয়। আটককৃত জাটকার আনুমানিক মূল্য ষাট হাজার টাকা। আটককৃত জাটকাগুলো উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন কেরানিগঞ্জ উপজেলার ০৭টি মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। কোষ্ট গার্ড ষ্টেশান পাগলার ষ্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। ‘জাটকা নিধন অভিযান-২০১৭” নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোষ্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।