বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রসুলপুরে অনুমোদনহীন ভাবে চালানো আলামিন ট্রেডার্স নামে একটি আচার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৫শে মে মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ। এ সময় অনুমোদনহীন ভাবে কারখানা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, ক্ষতিকারক কেমিক্যাল এর ব্যাবহার, মেয়াদহীন লেভেল ব্যবহার ও বাজারজাত করার অপরাধে,কারখানাটির মালিক নুরুল হককে, নগদ এক লক্ষ টাকা অর্থদন্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ। এ সময় উপস্থিত ছিলেন র্যাব ১১ এর সদস্যরা।