বিজয় বার্তা ২৪ ডট কম
পাক্ষিক পুরাতন পাতা পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের অভিষেক ও গুণীজন সন্মননা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনের ৩য় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরাতন পাতার সম্পাদক রমজান বিন মোজাম্মেলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি আমিনুল ইসলাম, কবি রোকেয়া ইউসূফ, কবি মতিন বৈরাগী, কথাশিল্পী শেখর ইমতিয়াজ, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, কবি ও সাংবাদিক আনিসুল হক হীরা, কবি আল মনির, কবি সানজিদা. কবি বাপ্পী সাহা, কবি মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্যরা।
আলোচনা শেষে তাহমিনা কুরাইশি সভাপতি, কবি রোকেয়া ইসলাম সাধারন সম্পাদক ও নাহার সামসুকে সাংগঠনিক সম্পাদক করে সাহিত্য সংস্কৃতি সংসদের নবগঠিত কমিটির অভিষেক করা হয়।
এদিকে অনুষ্ঠানের শুরুতে গুণীজন কবি হাসান হাফিজ, সংগঠক সৈয়দ সিদ্দিকুর রহমান, আবৃত্তি শিল্পী তাপস রায়, শ্রুতিনাধক সুদেবডা দাস গুপ্ত, সংগীত শিল্পী দিলরুবা খান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মাননা ক্রেজ প্রদান করা হয়।
এসময় জিএম ফারুক প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে রাজনৈতিক বিবর্তনের কারণে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদেরকে সম্মান জানানো হয় না। আমি পুরাতন পাতার সম্পাদক রমজান বিন মোজাম্মেলের মাধ্যমে চেষ্টা করেছি প্রকৃত সাহিত্ যমনা মানুষদেরকেই যেন পুরস্কৃত করা হয়। আগে নারায়ণগঞ্জ থেকে অনেক বড় বড় সাহিত্যিক বের হতো এখন তা হচ্ছে না। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো সেই পুরানো অবস্থাকে ফিরিয়ে আনার জন্য। যাতে করে নারায়ণগঞ্জের ছেলে-মেয়েরা সাহিত্যিক দিক দিয়ে এগিয়ে যেতে পারে।
একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।