নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের একটি পাকা রাস্তা নির্মান কাজের শুভ উদ্বোধন করেন সাংসদ লিয়াকত হোসেন খোকা । তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির যুগ্ন-মহাসচিব । সোমবার বিকালে বারদী ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা সস্কারের কাজের উদ্বোধন করেন তিনি । এসময় তার সাথে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল হক, বারদী ইউনিয়ন সদস্য আক্তারুজ্জামান, সাবেক ইউনিয়ন সদস্য নজরুল ইসলাম মেম্বার, বারদী ইউনিয়ন সদস্য ও জাপা ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক ভুইয়া, নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মাওলানা ইউসূফ দেওয়ান ও জাতীয়পাটির নেতা শাহিন মিয়া প্রমূখসহ আরো নতৃবৃন্দ ।এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সোনারগাঁ আমার জন্মস্থান ,আমি আপনাদের সন্তান। এলাকা উন্নয়নের জন্য আমি সবার সহযোগিতা চাই, কারন একার পক্ষে কোন কাজ সহজ ভাবে করা যায়না । উন্নয়ন করতে হলে সকলের এগিয়ে আসতে হবে, সবার সহযোগীতা লাগবে । তাই সবাই প্রতিঙ্গা করি আমরা নিজের জন্য নয় এলাকার উন্নয়নের জন্য সবাই একে অপরের সহযোগিতা করবো । মহান রাব্বুল আলআমিন শয়তানকে যেমন পছন্দ করেনা , আমি বিশ্বাস করি আপনারাও শয়তান মানুষকে পছন্দ করেননা । খোকা আরো বলেন ,সমাজের কিছু মানুষ আছে যারা ভালো কিছু কাজ করলে সহ্য করতে পারেনা , এরা সব সময় অপরের গীবত করে বেড়ায় ,সমাজের মানুষের মধ্যে বিভ্রান্তীর সৃষ্টির অপচেষ্ঠায় লিপ্ত থাকে । সোনারগাঁবাসী সেসব মানুষের ফাঁদে পড়বেননা আপনারা । সোনারগাঁবাসী সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারি ।