বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জ থানার চিত্তরঞ্জন কটন মিলস মাঠে গোদনাইল জিকেএসপি ফুটবল একাডেমী বনাম পাওয়ার সাম ফুটবল একাদশ গেন্ডারিয়ার মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ৭০ মিনিটের প্রীতি ম্যাচে গোদনাইল জিকেএসপি ফুটবল একাডেমী ৩-১ গোলে পাওয়ার সাম ফুটবল একাদশ গেন্ডারিয়াকে হারিয়ে বিজয়ী হয়। কিশোরদের এই ফুটবল প্রীতি ম্যাচটি দেখতে উৎসুক জনতার ভির জমে। সকল দর্শকই করতালির মাধ্যমে খেলোয়ারদের সাধুবাদ জানায়।
কিশোর ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন, খেলাধুলার সাথে সাথে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের মাধ্যমে সমাজে ভালো কাজে এগিয়ে আসতে হবে। সেই সাথে ক্রীড়া প্রেমিদের উদ্দেশ্যে বলেন, খেলোয়ারদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদেরকে জাগ্রত করে তুলতে হবে এবং খেলাধুলাই পারে মাদক থেকে দুরে রাখতে। গোদনাইল জিকেএসপি ফুটবল একাডেমীর কোচ গাজী সেলিম আহম্মেদ বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। সেইজন্য সকলকে উদ্যমী হয়ে সুস্বাস্থ্যের জন্য হলেও খেলাধুলা করতে হবে। পাওয়ার সাম ফুটবল একাদশ গেন্ডারিয়ার কোচ শহিদুল ইসলাম কালু বলেন এই ধরনের প্রীতি ম্যাচ শিশু কিশোরদের অনেক উৎফুল্ল করে তোলে। তাই অভিভাবকদের এগিয়ে আসতে হবে। জিকেএসপি ফুটবল একাডেমীর পক্ষে ২টি গোল করেন দীপক চন্দ্র সরকার ও ১টি গোল করেন হাসিবুল আর অন্যান্য খেলোয়ারদের মধ্য রয়েছেন হাবিব, ওয়াহেদ, শান্ত, রাহাত, সোহেল, ইজন, জনি, ইমন, মেহেদী, রিয়াদ, দিশা, ফাহিম, শাকিল, সাদ্দাম এবং পাওয়ার সাম ফুটবল একাদশ গেন্ডারিয়ার পক্ষে ১টি গোল করেন রবি। অন্যান্য খেলোয়ারদের মধ্যে হলেন অন্তর, লাবিব, আবির, শান্ত, হৃদয়, সোহাগ, মানিক, ইমন, সবুজ, বাপ্পি এবং অন্যান্য। মোট দুই দলেরই অতিরিক্ত সহ ১৬জন করে খেলোয়ার ছিল। তবে উৎসুক জনতা এই ধরনের শিশু কিশোরদের প্রতিভা বিকাশে প্রীতি ম্যাচ সহ বিভিন্ন খেলার আয়োজনের জন্য ক্রীড়া সংগঠক গাজী সেলিম আহম্মেদকে সাধুবাদ জানান।