বিজয় বার্তা ২৪ ডট কম
আবারও নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকার প্রার্থী চাই বললেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ বাদল । তিনি বলেন আমরা আওয়ামীলীগের কর্মী আমরা নৌকা চাইতেই পারি । আমাদের একটাই দাবি নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকার প্রার্থী দিতে হবে । আমি প্রার্থী হতে আসেনি । আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করবো ।
মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর ) বিকেলে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন, নির্বাচন আসলেই হাতে পায়ে ধরি । নির্বাচন শেষ হলে ভূলে যায় । এই লোকের দরকার নাই । নেত্রী আমাকে মনোনয়ন নৌকা মার্কা দিলে আমি নির্বাচন করবো । আর যদি সেলিম ওসমান কে মহাজোট থেকে মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচন করবে । আমার আর সেলিম ওসমানের নেত্রী একজনই শেখ হাসিনা । উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে ।
জেলা হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি ডাঃ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুল হুদা, নাসিক ১৩ নং আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন,অপরাধ রিপোর্ট এর ভারপাপ্ত সম্পাদক মাসুদুর রহমান দিপু, জেলা জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির সভাপতি রহিম শেখ আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী প্রমুখ ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে দীর্ঘ আয়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।