বিজয় বার্তা২৪ ডটকমঃ
পর্তুগালের মধ্যাঞ্চলে দাবানলে শতাধিক মানুষ হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেড় হাজারের বেশি দমকলকর্মী।
দাবানলে নিহতের সংখ্যা অন্তত ৬২ জন। ৪ শিশুসহ আহত অর্ধশত। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন শুরু হওয়ার পর অনেকেই গাড়িতে করে নিরাপদে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু তাতে সফল না হওয়ায় গাড়িতেই পুড়ে মৃত্যু হয় অনেকের। এ পর্যন্ত বেশকটি গাড়ি থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে শনিবার বিকেলে পেদ্রোগাও গ্রান্দে এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন পর্তুগালের ইতিহাসে এতো বড় দাবানলের ঘটনা আর ঘটেনি।