বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারী বিধি নিষেধ অনুযায়ী এসএসসি পরীক্ষা চলাচলকালীন কোচিং সেন্টার বন্ধ রাখতে শহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
রবিবার সকালের নারায়ণগঞ্জের কলেজ রোড ও মাসদাইর এলাকায় এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।
সরকারের নির্দেশ অমান্য করার অপরাধে কিউরিয়সিটি, একাউন্টিং গ্যালারী কোচিং সেন্টার ও টাংগাইল ক্যাডেট এন্ড একাডেমিক স্কুলকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া খোলা ছিলো এমন কয়েকটি কয়েকটি কোচিং সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।
এ সময়ে কয়েকটি কোচিং সেন্টার সরকারী আদেশ অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয় এবং কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয় ও অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হয়েছে।
উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল হাসান মারুফ।