নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী বলেছেন, ওসমান পরিবারের আজমীর ওসমান ত্বকীকে হত্যা করে বেঁচে যাচ্ছে কারন এই ওসমান পরিবারের সেলিম ওসমান ও শামীম ওসমান এই দুইজনই সংসদ সদস্য।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে ত্বকী হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত অভিযোগ পত্র দেওয়ার দাবীতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ত্বকী হত্যার প্রধান আসামী আজমীর ওসমান প্রকাশ্যে গাড়ি বহর নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু প্রশাসন তাকে খুঁজে পায় না। আমরা সরকারের কাছে অনুরোধ করবো যারা অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে তাদের যেন শাস্তি প্রদান করে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সাধারন সম্পাদক আব্দুর রহমান, জেলা খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, জেলা বাসদ’র সভাপতি নিখিল দাস, জেলা ছাত্র ফেডারেশন’র সভাপতি তরিকুল সুজন, সুলতানা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন,তানভীর আহমেদ ত্বকীকে কেন হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছেন তা তদন্ত সংস্থা ১ বছরের মধ্যে বের করতে পেরেছে। ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতা ছিল। দেশে সন্ত্রাস জঙ্গীবাদ জামাতের একটা আলোড়ন পরেছিল। ওসমান পরিবার ভেবে ছিল এই হত্যা জামাত শিবির এর ঘারে ফেলে দিবে।কিন্তু তারা সফল হতে পারেনি। প্রকৃত সত্য বের হয়ে এসেছে।একদিন এর বিচার হবেই।