বিজয় বার্তা ২৪ ডট কম
গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির পায়তারার প্রতিবাদে অনুষ্ঠিত গণমিছিলে নাসিক নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত মেয়র পদ প্রার্থী শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেছেন, প্রাচ্যেরড্যান্ডি স্বনামধন্য নারায়ণগঞ্জ এ ১২৯ বছর আগে পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। এক সময় অর্থনৈতিক ভাবে স্বনির্ভর, শিক্ষা দীক্ষায়র জন্য সারাদেশ থেকে মানুষ এখানে আসতো- এখন সেই নারায়ণগহ্জ একটি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। স্বেচ্ছাতন্ত্র, ক্ষমতাতন্ত্র এবং ধনতন্ত্র মিলে এখানে প্রতিষ্ঠিত হয়েছে পরিবারতন্ত্র। স্বাধীনতা পরবর্তী একই দলের দুই পরিবারতন্ত্র নারায়ণগঞ্জে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এতে করে নারায়ণগঞ্জের মানুষ নাগরিক অধিকার হতে গ্যাস বিদ্যুৎ পানিসহ বঞ্চিত হলেও পরিবারতন্ত্র সমূহের সম্পদ বেড়েছে হাজারগুণ। গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুবিদাবাদী নেতৃত্ব পরিত্রাগ করে জনগণের প্রকৃত বন্ধুকে ক্ষমতাশীন করা ছাড়া বিকল্প নেই।
সমাবেশে সভাপতিত্ব করবেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু।
সভাপতির বক্তব্যে আবু হাসান টিপু বলেছেন, যে দেশে নূন্যতম মজুরী ৫৩০০ টাকা সেদেশে এক বার্নার গ্যাসের মূল্য ১১০০ টাকা এটা শুধু অযৌক্তিকই নয় বরং দেশের শ্রমজীবী মানুষের সাথে সরকারের চরম রসিকতার সামীল। তিনি বলেছেন, এলপিজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্যই সরকার এ অন্যায় সিদ্ধান্তের দিকে আগাচ্ছে। গ্যাসের অযৌক্তি মূল্যবৃদ্ধির পায়তারা সরকারের অগণতান্ত্রিক ও গণবিরোধী চরিত্রেরই বহিঃপ্রকাশ। সরকারকে নিজ দলীয় ব্যবসায়ী টেন্ডারবাজদের খুশি করার জন্য যখন যা খুশি করে বেড়ানোর লাইসেন্স নিশ্চয় বাংলার জনগণ দেয়নি। তিনি বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গার মানুষ তার গৃহস্থালী কাজের জন্য নিয়মিত গ্যাস পাচ্ছে না অথচ এই গ্যাস সংকট সমাধানে সরকারের কোন মনোযোগ নেই। বরং বড়লোকদের স্বার্ধে গৃহস্থালী কাজে গ্যাস সরবরাহ না করে শুধু ইন্ডাষ্ট্রিয়াল কাজে গ্যাস সরবরাহের করার নতুন স্বড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার।
আজ ২সেপ্টম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পাটি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে নেতৃদ্বয় এসব কথা বলেন।
গণমিছিল পূর্ব এ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, শহিদুল আলম নাননু, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, আউদ হায়দার মামুন, নাজমুল হাসান নান্নু।