নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর (শহর) তৈমুরপন্থী বিএনপি’র সভাপতি পদে নূর মোহাম্মদ পনেছ পূনঃ নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,সিনিয়র যুগ্ম সচিব তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি। তিনি বিগত আন্দোলনে রাজনৈতিক মামলায় কারাভোগ করেন। বন্দরের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা পুনঃনির্বাচিত নুর মোহাম্মদ পনেছ তার প্রতিক্রিয়া বলেন,যারা বিএনপির দুর্দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন বিএনপি তাদের মূল্যায়ন করেছে। তাতে আমি আনন্দিত। আমি আগামী দিনে বিএনপির আন্দোলনে দলের হয়ে যথাযথ ভাবে কাজ করে যাবো। এদিকে বন্দর থানা বিএনপি’র দু’গ্রুপের বিরোধ নিরসন না হওয়ায় বিএনপি’র তৃনমূল পর্যায়ের প্রকৃত নেতাদের মধ্যকার হতাশা কাটছেনা। তাদের মতে,যে গ্রুপ যাকেই নেতৃত্বে আসীন করুক না কেনো দলের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই।