বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগ এর দলীয় নেতা কর্মীদের নিয়ে আওয়ামীলীগ সর্মথিত নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর মনোনয়ন পত্র জমা দিয়েছেন আনোয়ার হোসেনের সহধর্মিণী রিজীয়া সুলতানা আনোয়ার।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ও জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে পরিষদ নির্বাচন রিটার্ণিং অফিসার রাব্বী মিয়ার কাছে এই মনোনয়ন পত্র জমা দেন তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চন্দনশীল, সহ সভাপতি রোকনউদ্দিন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি.এম আরাফাত, এড. মাহমুদা মালা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সহ সভাপতি এড. আলী আকবর প্রমূখ।
প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন তালিকায় বর্তমান প্রশাসক আব্দুল হাই এর নাম ছিল। এদিকে এই পদে পদ প্রত্যাশী ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা চন্দনশীল। অপরদিকে আনোয়ার হোসেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। তৃণমূল সমর্থনে মেয়র পদে আনোয়ার হোসেনের নাম কেন্দ্রে পাঠালেও সার্বিক বিবেচনায় মনোনয়ন বোর্ড মেয়র পদে নৌকা প্রতীক সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভির হাতে তুলে দেন। এ নিয়ে দু‘গ্রুপে ব্যাপক মনোমালিন্য হলে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে উভয়পক্ষের সমঝোতা করে দিলেও মনোকষ্টে দল থেকে পদত্যাগের হুমকী দেন আনোয়ার হোসেন। পরে মনোনয়ন বোর্ড জেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোযার হোসেনকে মনোনীত করেন। এদিকে গত ২৫ নভেম্বর শুক্রবার বাদ জুম্মায় মসজিদে নামাজ পড়ার সময় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ব্র্রেনস্ট্রোক করেন। প্রখমে তাকে নারায়ণগঞ্জ ইসলামীয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি হাসাপাতাল থেকে সুস্থ্য নিজ বাড়িতে অবস্থান করছেন। তার পক্ষে সোমবার মনোনয়ন সংগ্রহ করেন মহনগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে বৃহষ্পতিবার সকালে চেয়ারম্যান পদ প্রত্যাশী মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি চন্দনশীল ও মহানগর আওয়ামীলীগকে সাথে নিয়ে আনোয়ার হোসেনের মনোনয়ন পত্র জমা দেন তার সহ ধর্মিনী রিজীয়া সুলতানা আনোয়ার।