বিজয় বার্তা ২৪ ডট কম
শামীম ওসমান পদত্যাগ করেছেন বলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান তিনি। শামীম ওসমান আইভীর পক্ষে কাজ করবেন বলেও জানান ওবায়দুল কাদের।
এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান তার বাবা সাবেক এমপি প্রয়াত এ কে এম শামসুজ্জোহাকে জড়িয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি তার এ সিদ্ধান্তের কথা এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে বিষয়টি অস্বীকার করে ওবায়দুল কাদের জানান, গতকাল সোমবার ধানমণ্ডির ৬ নম্বরে শামীম ওসমানের সঙ্গে বৈঠক হয়েছে ঠিকই। বৈঠকে তিনি আইভীর নামে কিছু অভিযোগ করেছেন তবে কোনো পদত্যাগপত্র জমা দেননি এ খবর সঠিক নয়। শামীম ওসমান আইভীর পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।সূত্র: পূর্বপশ্চিম বিডি ডট কম
এদিকে সেলিনা হায়াৎ আইভী তার বাবাকে নিয়ে যে কটুক্তি করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরলে ও্ই বিষয়ে তিনি নালিশ করবেন বলে তার ঘণিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে।
নারায়ণগঞ্জে দলীয় এক সভায় রোববার আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করে বলেন, শামীম ওসমানের বাবার (একেএম শামছুজ্জোহা) অবদানের চেয়ে আমার বাবার (আলী আহাম্মেদ চুনকার) অবদান কম কী ছিল? তার বাবা দল করে টাকা কামাই করেছেন। আর আমার বাবা দল করে অর্থ-সম্পদ খুইয়েছেন। এ ছাড়া আমি যখন লেখাপড়া করতে বিদেশে যাই, তখন নেত্রীর (শেখ হাসিনা) অনুমতি নিয়েই যাই। নারায়ণগঞ্জে যখন তার (শামীম ওসমান) হয়ে দল করেছি, তখন আমি আওয়ামী লীগ করতাম। আর ২০১১ সালে যখন মেয়র প্রার্থী হয়েছি, তখনই এই আমি আর আওয়ামী লীগের কেউ নই! আওয়ামী লীগ করিনি! এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে।’
এ ঘটনার পর শামীম সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ধানমন্ডির ওবায়াদুল কাদেরের নিজ বাসভবনে প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠকে শামীম ওসমান তার বাবাকে নিয়ে কটুক্তি করার বিষয়ে বিচার দেন। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্যও অনুরোধ করেন ওবায়দুল কাদেরের কাছে।
এ বিষয়ে শামীম ওসমান বলেন, নেত্রীর সব কথা মেনে নিয়েছি। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেই কাজ করছি। এরপরও কেন আমার মৃত বাবাকে নিয়ে কটুক্তি করবেন। সাধারণ সম্পাদকের কাছে নালিশ করেছি। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ ঘটনার সুবিচার চাইবো।