ফতুল্লা,বিজয় বার্তা ২৪
ফতুল্লার কস্তুরী হোটেলের সামনে থেকে ১শ‘১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসলাম(৩৬)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ছাড়াও কোতালের বাগ এলাকা থেকে ৩ কেজি গাঁজা সহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই মিজান-২ ও এ এস আই রাশেদ সঙ্গীয় ফোর্স সহ বুধবার ১৮ মে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পৃথক দুইটি মামলা রুজু হয়। স্থানীয়রা অভিযোগে জানায়,পঞ্চবটির কস্তুরী হোটেলে মাদক ব্যবসায়ীদের আড্ডা চলে নিয়মিত এবং সেখান থেকেই বিভিন্ন স্থান থেকে মাদকের চালান স্থানীয় পর্যায়ে সরবরাহ করা হয় অভিযোগ রয়েছে।