পঞ্চবটিতে চাঁদার দাবীতে ১০ ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে সন্ত্রাসী ভাগিনা ফরিদ ও সহযোগি সামসুলগং
পুলিশের সহযোগিতা দাবী করেছে আতঙ্কগ্রস্ত অসহায় ব্যবসায়ীরা
নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লার পঞ্চবটিতে চিহ্নিত সন্ত্রাসী ভাগিনা ফরিদ ও তার সহযোগি সামসুলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীমহল। চাঁদার দাবী পরিশোধে অস্বীকার করায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে ভাগিনা ফরিদ ও সামসুল। চাঁদা পরিশোধ না করে দোকান খুললে ব্যবসায়ীদের প্রাননাশের হুমকী দিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ১০ ব্যবসায়ী পৃথকভাবে ভাগিনা ফরিদ ও সহযোগি সামসুলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
ব্যবসায়ীরা অভিযোগে জানায়, তারা দীর্ঘদিন যাবত পঞ্চবটি কলোনী সংলগ্ন ওবায়েদউল্লাহ ও রাজুগংদের লীজপ্রাপ্ত সরকারী জমিতে দোকানঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছিল। কিন্তু স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী ভাগিনা ফরিদ ও সহযোগি সামসুল উক্ত ব্যবসায়ীদের কাছ থেকে প্রায়শঃই বিভিন্ন হুমকী-ধামকী দিয়ে চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি ব্যবসা-বাণিজ্য মন্দা থাকায় তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২০ এপ্রিল সকাল ১০টায় ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের দোকানে তালা লাগিয়ে দেয় এবং ২১ এপ্রিল সন্ধ্যার মধ্যে তার দাবীকৃত চাঁদা পরিশোধ না করলে দেখে নেবে বলে হুমকী দিয়ে চলে যায়।
এ অবস্থায় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করতে ভয় পাচ্ছে। উক্ত ব্যবসায়ীরা সকলেই ২১ এপ্রিল সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাক্ষাত শেষে অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য,এর আগেও ভাগিনা ফরিদের চাঁদাবাজির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও ভাগিনা ফরিদের বিরুদ্ধে থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ রশিদের ছেলে মুকুলকে গুলি করে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ভাগিনা ফরিদ ও তার সহযোগি সামসুলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আঃ মালেক,আইউব আলী,শামীম সিরাজ,মোঃ বাবুল,সফি মিয়া,আবুল হোসেন,আয়েত আলী, ইমরান, মিজান মুন্সী,দেলোয়ার।