নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ বলেছেন, একাত্তুর আর পচাত্তরের মতো বঙ্গবন্ধুর আওয়ামীলীগকে নিয়ে আবার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা দলে থেকে দলের বদনাম করে তাদেরকে বিশ্ব বেঈমান ছাড়া আর কি বলা যেতে পারে। এ ধরণের মীরজাফরদেরকে চিহ্নিত করে দল থেকে বহিস্কার করতে হবে। বুধবার রাত ৯টায় তার রামনগরস্থ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এম এ রশীদ আরো বলেন,কারো কথায় প্রার্থী বা কর্মী-সমর্থকদের বিচলিত হওয়ার কিছু নেই। সম্প্রতি বন্দর থানা আওয়ামীলীগের জরুরী সভাকে ঘিরে স্থানীয় একটি দৈনিকে প্রকাশ করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের বিরুদ্ধে প্রধাণমন্ত্রীর কাছে নালিশ করা হবে। সংবাদটি খুবই সাংঘর্ষিক। কারণ,সেদিনের সভায় এ ধরনের মন্তব্য আমি কেন কোন নেতা-কর্মীর বক্তব্যেও ফুটে উঠেনি। সাংবাদিকরা জাতির বিবেক তাদের কলম দিয়ে যদি মিথ্যার বেসাতি প্রকাশ পায় তাহলে এরচেয়ে দুঃখজনক আর কিছুই নেই। পত্রিকাটিতে যা উপস্থাপন করা হয়েছে তা কেবলই প্রতিবেদকের মনগড়া বক্তব্য। দলের ভিতরে ঘাপটি মেরে থাকা যে সকল নেতা-কর্মী সাংবাদিকদের কাছে এ ধরণের অবাস্তব তথ্য দিয়ে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়,দয়া করে আপনারা যাচাই-বাছাই করে এবং প্রকৃত তথ্য সংগৃহিত করে সংবাদ পরিবেশন করবেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু,মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমানউদ্দিন আহাম্মদ,বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,বন্দর থানা ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ,জাহাঙ্গীর আলম,আরাফাত কবির ফাহিম প্রমুখ।