নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এমপি শাহজাহান খাঁনের রোগ মুক্তি কামনায় এলাকার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ করা হয়েছে। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমম্বয় পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল করা হয়। সংগঠনটির সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক সেলিম মোল্লা সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থেকে সকলের কাছে এমপি শাহজাহান খাঁনের রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সমপাদক মোঃ সাহাবুদ্দিন, অত্র সংগঠনের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর পাটোয়ারী, সেলিম সরকার, বাবলু, সদস্য সচিব ইলিয়াস মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বিভিক্ত হয়ে বিভিন্ন মসজিদের দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
শুক্রবার বিকেলে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমম্বয় পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এমপি শাহজাহান খাঁন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব বিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।