স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়।
মিলাদ মাহফিলে নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, জিকরুর রেজা খানম, আব্দুল কুদ্দুস খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গাপুরের হাসপাতালে মন্ত্রীর অস্ত্রোপচার হয়। অপারেশন স্থানে সমস্যা দেখা দেওয়ায় তিনি শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালের ইউরোলজির অধ্যাপক ডা হাবিবুর রহমানের তত্ত্বাবধানে আছেন।