নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
খেয়া পারাপারের সময় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজের ঘটনায় দু:খ প্রকাশ ও নিখোঁজ শিশু সাফিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সাথে তিনি ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসকের প্রতি অনুরোধ রেখেছেন তিনি।
তিনি বলেন, প্রতিনিয়ত শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনায় ইতোমধ্যে অনেকের প্রানহানি হয়েছে। কেন এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার কারন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসকের নিকট অনুরোধ রাখছি। সেই সাথে ভবিষ্যতে যেন এমন দূঘর্টনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার ব্যবস্থা করতে আমি জেলা প্রশাসকের কাছে অনুরোধ রাখছি।
সেলিম ওসমান আরও জানান, বুধবারের রাতের ঘটনার তদন্ত এবং দূঘর্টনা রোধে ভবিষ্যতে করনীয় পদক্ষেপ গ্রহনের ব্যাপারে তিনি জেলা প্রশাসককে লিখিত ভাবে অনুরোধ করবেন।
উল্লেখ্য বন্দর সেন্টাল খেয়াঘাট দিয়ে যাত্রীদের নিরাপদ পারাপারের ব্যাপারে এর আগে জেলার আইনশৃঙ্খলার সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম আইনশৃঙ্খলা কমিটির সভায় শীতলক্ষ্যা নদী দিয়ে সন্ধ্যার পর বালুবাহী বাল্কহেড চলাচলের বন্ধের ব্যাপারে জোড়ালো বক্তব্য রেখে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান।
প্রসঙ্গত বুধবার রাতে বন্দর খেয়াঘাটে যাত্রী নিয়ে নদী পারাপারের সময় বালুবাহী একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এতে করে নৌকায় থাকা একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলে সন্তান দুর্ঘটনা কবলিত হলে স্বামী চাঁন মিয়া সাতরিয়ে নদীর পূর্বপাড়ে উঠতে সক্ষম হয়। এদিকে স্ত্রী সেতু বেগম(২৫) ও ছেলে সাফিন(৪) নিখোঁজ থাকে। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের সোনাকান্দা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে শিশু সাফিনের লাশ উদ্ধার করা হয়।