নোয়াখালী,বিজয় বার্তা ২৪
নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ও তার শ্বশুর। নিহতরা হলেন- লাকী রানী নাথ (২৩) এবং তার শিশুসন্তান হরিনাথ (২)। এদিকে খুন করে পালিয়ে যাওয়ার সময় লাকির স্বামী সঞ্জয় নাথ ও শ্বশুর ডশরত নাথকে স্থানীয় জানতা আটক করে পুলিশে দিয়েছে।
শনিবার ভোরে সূবর্ণচর উপজেলার চরভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দসারত নাথের বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সঞ্জয় নাথ ও তার পিতা ডশরত নাথ ভোরে লাকি ও তার শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের আটক করে পুলিশের তুলে দেন।