স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট র”হুল কবির রিজভী আহমেদ বলেছেন, পুলিশ বাহিনী অকারণে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করছে।
শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরোধীদল নির্মূলে লেলিয়ে দিয়ে তাদের বুকের পাটা বড় করে দেওয়া হয়েছে। তাদেরকে বিচারবহির্ভূত হত্যা, গুম, গুপ্তহত্যা সংঘটিত করার ছাড়পত্র দিয়েছে সরকার। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষকে অকারণে মারপিট করায় পুলিশ বাহিনী আজ বেআইনি সংগঠনে পরিণত হয়েছে। শাসক গোষ্ঠী দেশকে অরাজকতার লীলাভূমিতে পরিণত করছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘নিরীহ মানুষকে আটক করে পকেটে ইয়াবা, গাজা ঢুকিয়ে দিয়ে নানা মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ ও র্যাব বাহিনী। মিরপুরের চা বিক্রেতাকে পুড়িয়ে মেরেছে। টাকার জন্য নিরীহ মানুষকে হত্যা করছে পুলিশ। আমরা এ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ভোটারবিহীন গদি আটকে রাখা শাসকগোষ্ঠী দেশকে চরম অরাজকতার লীলাভূমিতে পরিণত করেছে। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিরোধী দল নির্মূল করার অভিযানে লেলিয়ে দিয়ে তাদের বুকের মাপটা বড় করে দেয়া হয়েছে। বিগত কয়েক বছর বিচার বহির্ভূত হত্যা, বেআইনী গুম ও গুপ্তহত্যা সংঘটিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে যে ছাড়পত্র দিয়েছিল সরকার তাতে তারা ব্যাপক সাফল্য অর্জন করে এখন বিবেকহীন অবিশ্বাস্য রকম বেপরোয়া ‘আউট ল’ এ পরিণত হয়েছে। সরকারের এজেন্ডা বাস্তবায়নে সদাতৎপর র্যাব-পুলিশ কর্তৃক এখন সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা যেন গা সওয়া করে দেয়া হয়েছে।