বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিতযোদ্ধা আব্দুল হাই বলেছেন, রাজনীতি করলে নেতা-কর্মীদের সাথে শুধুই রাজনৈতিক সম্পর্ক নয়। তাদের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের দুঃখে দুঃখী আর সুখে হাসতে হবে। তাদের পরিবারের সবাইকে নিয়ে ভাবতে হবে। নেতাকর্মী তাদের আতœীয় স্বজনদের সকল বিপদে আপদে পাশে দাড়াতে হবে। আর এ ব্যাপারে আমি যথেষ্ট সোচ্চার। শনিবার (২৬ জানুয়ারী) দুপুরে বন্দর থানার ইসলামপুর এলাকায় ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহানের প্রয়াত পিতা আব্দুল মালেকের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়ার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শাহজাহান একজন সৎ ধার্মিক ও নিষ্ঠাবান ব্যাক্তি। আপনারা সবাই তার বাবার বিদ্রোহী আতœার মাগফেরাতের জন্য প্রার্থনা করবেন। দোয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রসেল,কার্য্যকরী সদস্য হাজী আমজাদ হোসেন, সোনালী ব্যাংক ফেডারেশন সভাপতি আব্দুল কাদির। এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান রবিন, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য, মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত আঃ মালেক ২০১০ সনের এই দিনে বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন।