বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নেতা-কর্মীদের যোগ্যতা মূল্যায়ন করে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করব। আমার কাজ হবে, দলীয় নেতা-কর্মীদের কোন ব্যাক্তি বিশেষের লোক হিসেবে চিহিৃত না করে একমাত্র দলীয় পরিচয়ে সম্মানিত করা। তিনি আরো বলেন, মহান আল্লাহপাক দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাজ করার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তা যথাযথভাবে পালন করব। এসময় তিনি সর্বস্তরের বিএনপির নেতাকর্মী এবং শুভাকাঙ্খীদের সাহায্য ও সহযোগীতা কমনা করেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জে তার নিজ বাসভবনে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, তাঁতীদলের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে আসলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ভারপ্রপ্ত আহবায়ক আলী হোসেন প্রধান,সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারাণ সম্পাদক ইমাম হোসেন বাদল,বিএনপি নেতা এ কে এম ছামসুল হক ৪নং ওর্য়াড বিএনপি নেতা আবুল হোসেন, আইয়ুবআলী মুন্সি, আক্কাস আলী, সেলিম মাহমুদ, হারুনুর রশিদ, আফজাল হোসেন, সিরাজুল ইসলাম, হাজী ইমান আলী, কামরুল ইসলাম, মাহবুব আলম, তারা মিয়া, মোতালেব, কামাল হোসেন, সাহাবুদ্দিন, কবির হোসেন, আঃ ছাওার, সুমন, ৮নং ওর্য়াড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন পান্না, ৮নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল প্রধান, রিপন, হেলাল ও আমান প্রমূখ। এসময় আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া আমাকে র্নিবাহী কমিটির সদস্য করায় আমি তার নিকট কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাবোধ থেকেই আমি আমার র্দীঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমার প্রিয় সহ-কর্মীদের সহযোগিতা নিয়ে আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাব।