বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, আসল বিএনপি ছাড়া কাউকে দলে কোন প্রশ্রয় দেওয়া যাবে না। আর কেউ যদি বিএনপির নেতাকর্মীদের বিন্দুমাত্র কিছু করে তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিবো।
শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গঙ্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দলকে আরো শক্তিশালী করবো। আগামী সংসদ নির্বাচনে জনগনের ভোট দিয়ে আমরা আবার তাকে প্রধানমন্ত্রী করে এই দেশকে আবার নতুন করে গড়ে তুলবো। এটাই হোক আমাদের শপথ। এই শপথে আমরা সবাই এক হয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, অনেকেই অন্যদের ভালবাসেন কিন্তু বিএনপির নেতাকর্মীদের গালিগালাজ করেন এবং ভয় দেখান। তাদের ধরে দিবেন আমরা আইনের আশ্রয় নিয়ে ব্যবস্থা নিবো। কোন কর্মীকে কেউ যদি বিন্দু মাত্র ভয় দেখায় তাহলে আমরা আইনের কাছে তাদের সোপর্দ করবো। আপনারা সেই সাহস নিয়ে কাজ করে যাবেন।
তারেক রহমান বলেছেন যেটা ন্যায্য সেটাই আমরা করবো আর যেটা অন্যায্য তার বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো।
এসময় সোনারগাঁও থানা বিএনপি, সহ-সভাপতি গিয়াসউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, গাজী শামছুর রহমান মন্টু সহ
বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।