বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশি হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে জমায়েত হয়। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড : সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডঃ আব্দুস সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উপদেষ্টা আনোয়ার হোসেন খান, জামাল উদ্দিন কালু,আমান উদ্দিন আমান এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড : আবু আল ইউসুফ খান টিপু সহ অন্যান্যরা। এসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, এই সরকার একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন দিয়ে গনতন্ত্রনকে নির্বাসন নিয়েছেন। তারা নিশি রাতে ভোট কেন্দ্র দখল করে ভোট দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছেন। বাংলাদেশে গনতন্ত্র পুঃনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা। বিএনপির নেতাকর্মীদের যেভাবে হত্যা করা হয়েছে তার বিচার এদেশের জনগন নিবে। এই সরকারকে উৎখাত করে একটি তত্তাবধায়ক সরকার গঠন করতে হবে।