বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমর আলম খন্দকার বলেছেন, ১৯৯৬ সাল হতে আমি বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। বিএনপির অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে পছন্দ করেন না । কিন্তু দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে সবাই এক টেবিলে বসতে হবে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় শহরের ডিআইটি বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ নগর ও জেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি মূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের এগারো জন সদস্য আছেন । তারা বিএনপির গুরুত্ব পূর্ণ দায়িত্বে পালন করছে । কিন্তু নিজেদের ভিতরে বিরোধীতার জন্য নারায়ণগঞ্জে বিএনপির কোন কর্মসূচি সফল ভাবে পালন করা হচ্ছে না । তাই নারায়ণগঞ্জ বিএনপিকে আবারও ঐক্যবদ্ধ করতে হবে । তাহলে আমরা সবাই বিএনপির তৃণমূল কর্মীদের সাথে নিয়ে আগামীতে সকল কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে। আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকাতে বিএনপির উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হবে । এই সমাবেশে জেলার সকল নেতা কর্মীদের উপস্থিত হয়ে সমাবেশকে সফল করতে আহবান জানান ।
তিনি আরও বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ডিআইটিতে সমাবেশ করতে বিএনপির পক্ষে নাসিক এবং ডিসি ও এসপি অফিসে দলের পক্ষে একটি লিখিত আবেদন জানানো হয়েছে । যদি অনুমতি দেন তাহলে আমরা খুব জাকজমক করে নারায়ণগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করবো বলে আশাবাদ করছি।
এ সময়ে নগর বিএনপির সহ সভাপতি আনোয়ার দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. তৈমর আলম খন্দকার, আরো উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জামাল উদ্দিন কালু , সহ সভাপতি নুরুলজামমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরকারে আলম, নুরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়া প্রমুখ ।