বিজয় বার্তা২৪ ডটকমঃ
সমর্থকদের জন্য সুখবর, নিষেধাজ্ঞা কাটিয়ে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছেন মাশরাফি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় পৌনে চারটায়।আইসিসির নিষেধাজ্ঞা থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার। তার জায়গায় অধিনায়কত্ব করেছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।গত ১ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ‘স্লো ওভার রেট’ বোলিংয়ের কারণে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় অধিনায়ক মাশরাফিকে। গত বছর নিউজিল্যান্ড সফরেও একই কারণে জরিমানা গুণতে হয়েছিল তাকে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম বারের ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার ধীরগতিতে বোলিংয় হলে অধিনায়ককে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।বুধবারের ম্যাচের পর ১৯ মে আয়ারল্যান্ড এবং ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে মাশরাফির দল।