স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের দুই ধাপের চেয়ে তৃতীয় ধাপ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দীন আহমদ।
শনিবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া ছিল। কেন্দ্রে অনিয়মের অভিযোগে ১৬৪ জন কর্মীকে ৪ লাখ ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজনকে ১ মাসের এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অনিয়মের কারণে ২৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সার্বিকভাবে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। আগের দুই ধাপের মতো এবারও নারী ভোটারের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।’
নির্বাচনে সহিংসতা শূন্যের কোটায় আনা যায় কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সব রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ সহযোগিতা করলে অবশ্যই নির্বাচনকেন্দ্রিক সহিংসতা শূন্যের কোটায় আনা সম্ভব।’
নির্বাচনে দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য ভোটারদেরও ধন্যবাদ। আগামীতেও এভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’