বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, যে দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে সে দেশের মানুষের সাথে নির্বাচনের নামে এই সরকার তামাশা করছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের মতো দেশেও নির্বাচনী আমেজ থাকে। সবাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করে আর ভোটাররা ভোট দিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো এই সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিএনপিকে শান্তিপূর্ণ ভাবে কোন জনসভা ও মিছিল মিটিং করতে বাধাগস্থ্য করে। এদেশ বামপন্থী দল গুলো শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করতে পারলেও বিএনপি নেতা কর্মীরা কোন কিছুই করতে পারে না।
শনিবার সকাল ১০টায় শহরের ডিআইটি সংলগ্ন বিএনপির কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল এর মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি যুগ্ম মহাসচিব ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল একজন কর্মী বান্ধব নেতা। বিগত দিনের বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি মূখ্য ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে থেকে অবিলম্বে হাবিব উন নবী সোহেল এর মুক্তির দাবি জানাচ্ছি।
এ সময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনোয়ার প্রধানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সদর থানা মৎসজীবী দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির পারভেজ, বিএনপি নেতা মাকিদ মোস্তকিম শিপলু সহ আরো অনেকে।