নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা বলেছেন,বন্দরে একটা সুষ্ঠ নির্বাচন চাই,যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান,ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন তাহলে আমাদের প্রশাসন বসে থাকবেনা। একটা গুলিও অবশিষ্ট থাকাবস্থায় ব্যালট ছিনতাই করতে দেয়া হবেনা। নির্বাচনের আগের রাতে ব্যালটের কাছে যারা যাবেন ধরে নিতে হবে তারা ক্রিমিনাল। বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলা মিলনায়তনে বন্দরের ৫টি ইউনিয়নের সকল চেয়ারম্যান,সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন,এই অনুষ্ঠানে চেয়ারম্যান মেম্বারদের সবাইকে একসঙ্গে পেয়ে ভালই লাগলো অনুধাবন করতে পারলাম আপনাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্ধ নেই,একসঙ্গে মিলেমিশে চলাফেরা করেন। এজন্য আমি গর্বিত ও অবিভূত। এই নারায়ণগঞ্জে ৩টি নির্বাচন হয়েছে আশা করি সেগুলো সুষ্ঠ হয়েছে,আমাকে সবাই সহযোগিতা করবেন,যাতে এই নির্বাচনও সুষ্ঠ ও সুন্দর উপহার দিতে পারি। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ তারিফুজ্জামান,বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিব,উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ও বন্দর উপজেলা নির্বাচন অফিসার,মোঃ তারিফুজ্জামান, মোঃ সুমন মিয়াসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। সভায় অন্যান্যের মধ্যে ৫টি ইউনিয়নের চেয়ারম্যান,সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।